নবনী- হুমায়ুন আহমেদ


ধরন-রোমান্টিক/মধ্যবিত্ত_জীবন
পৃষ্ঠা-১০৯
প্রকাশনী- অন্যপ্রকাশ
মূল্য-১৫৪(ছাড়ে)৳
কাহিনী- এক দুপুরে হঠাৎ নবনীর বিয়ে ঠিক হয়ে যায়, একদম অকস্মাৎ! দুপুরে ঘুম থেকে উঠে সে জানতে পারে রাত ১২ টায় তার বিয়ে। কিন্তু নির্বিকার সে, বিয়ে ঠিক হয়ে ভেঙ্গে যাওয়া এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল থাকে, । বড়মামার মাধ্যমে এই ঠিক হওয়া বিয়ে খুব সাধারণ ভাবে নীরবে শেষ হওয়ার কথা থাকলেও শেষমেশ বেশ ব্যান্ড বাজিয়ে বিয়েটা হয়। নোমানের সাথে, খুব সাধারণ এক ছেলে।
নবনীর এক ইতিহাস ছিল, যার কারণে তার বিয়ে বারংবার ভেঙ্গে যেত।
নবনীর ইতিহাস টিচার, নবনীর প্রথম জীবনের প্রেম। তিনি এতিমখানায় মানুষ হয়েছেন। মাদ্রাসা লাইনে কলেজ পাশ করে আলীগড় ইউনিভার্সিটি থেকে এম এ পাস করেন, ভাড়া থাকতেন নবনীদের বাসাতেই।
একদিন সেই স্যার এসে নবনীর বাবাকে বলে যে সে নবনীকে বিয়ে করতে চায়।সে এটাও জানায় যে নবনীকে তার পছন্দ আএ খোদ নবনীও তাকে পছন্দ করে। এরপর ঘটনা নাটকীয় মোড়। বেশ কিছুকাল নবনীকে হাসপাতালে থাকা লাগে। এটাই নবনীর জীবনের ভয়াবহ ইতিহাস, আসলেই এটা কি ? নাকি সামনে আছে আরো কোন ট্রাজেডি?
পাঠ_প্রতিক্রিয়া- হুমায়ুন আহমদের প্রতিটা গল্পই মধ্যবিত্ত কেন্দ্রিক, এটিও ব্যাতিক্রম না। ভালো লেগেছে। তবে কাল্পনিক হলেও এ ধরণের ঘটনা অহরহ আমাদের চারপাশে হয়ত ঘটে, নবনীর জন্য কষ্ট হবে! কিছু অংশ কল্পনা করে নিতে হয় , এই গল্পের শেষ আমি কল্পনা করে নিলাম, সুস্থভাবে আছে নবনী ও তার সন্তানেরা!
রেটিংঃ ৫/৫

Comments

Popular posts from this blog

রিক্তের বেদন- কাজী নজরুল ইসলাম

মা - আনিসুল হক